শুক্রবার, ৩০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশ্বে র‌্যাপিড টেস্ট কিট উৎপাদনে শীর্ষ পাঁচে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২০ 

news-image

বিশ্বে করোনা ভাইরাসের র‌্যাপিড টেস্ট কিট উৎপাদনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ইরান। দেশটির করোনা ভাইরাস দমন সদরদপ্তরের চেয়ারম্যান আলিরেজা জালি এই তথ্য জানান।

মঙ্গলবার রাজধানী তেহরানে কোভিড-১৯ র‌্যাপিড টেস্ট কিটের উৎপাদন লাইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। র‌্যাপিড টেস্ট কিটের তাৎপর্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, অ্যান্টিজেন ভিত্তিক করোনা ভাইরাসের র‌্যাপিড টেস্ট কিট ২০ মিনিটেরও কম সময়ে শনাক্ত করতে সক্ষম। তাই এই ধরনের কিট উৎপাদনকে একটা গুরুত্বপূর্ণ অর্জন বলে তিনি বিবেচনা করেন।

উল্লেখ্য, অন্যান্য টেস্ট কিটের ফল পেতে ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হয়। কিন্তু র‌্যাপিড টেস্ট কিট দিয়ে মাত্র ২০ মিনিটের কম সময়ে করোনা শনাক্ত করা যায়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।