বিশ্বের সবচেয়ে নিখুঁত রাডার ও মিসাইল ব্যবস্থাপনার মালিক ইরান
পোস্ট হয়েছে: জুন ১৬, ২০২১
ইরানের খাতাম আল আম্বিয়া এয়ার ডিফেন্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ঘাদের রহিমজাদেহ বলেছেন, ইরানের সবচেয়ে নিখুঁত রাডার ও মিসাইল ব্যবস্থাপনা রয়েছে। দেশের সব সামরিক সরঞ্জাম যথাযথভাবে হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার সাংবাদিকদের রহিমজাদেহ বলেন, ইরান রাডার ও মিসাইল ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রেই ভালো অগ্রগতি লাভ করেছে।
খাতাম আল আম্বিয়া এয়ার ডিফেন্সের কমান্ডার আরও বলেন, নিরীক্ষণ, যুদ্ধ ও অপারেশনাল এবং তথ্য সংগ্রহ ও বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জাম উৎপাদনে ইরান ভালো অগ্রগতি লাভ করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।