সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্বের দশম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ২৭, ২০২৪ 

news-image

২০২৪ সালের অক্টোবরে ইরান বিশ্বব্যাপী দশম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশে পরিণত হয়। দেশটি ঠিক ব্রাজিলের পরেই রয়েছে। ব্রাজিল এই সময়ে ৩ দশমিক ১ মিলিয়ন টন ইস্পাত উৎপাদনে সক্ষম হয়। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডাব্লিউএসএ) পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।

ডাব্লিউএসএ পরিসংখ্যান মতে, গত বছরের একই মাসের তুলনায় অক্টোবরে ইরানের ইস্পাত উৎপাদন কিছুটা কমেছে।ফারস বার্তা সংস্থার রোববারের প্রতিবেদনে উদ্ধৃত পরিসংখ্যানগুলিতে দেখা যায়, ইরান অক্টোবরে ৩ মিলিয়ন মেট্রিক টন (এমটি) ইস্পাত উৎপাদন করেছে। যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ কম।

পরিসংখ্যানগুলি দেখায় যে, অক্টোবরে ইরানের ইস্পাত উৎপাদন পশ্চিম এশিয়া অঞ্চলের মোট উৎপাদনের ৬০ ভাগ ছিল। এই সময়ে আঞ্চলিক উৎপাদন বছরে ৫ দশমিক ৪ বেড়ে ৫ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছে।

বিশ্ব ইস্পাত সমিতির তথ্যমতে, ইরান অক্টোবরে বিশ্বের দশম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশে পরিণত হয়। দেশটি ৩ দশমিক ১ মিলিয়ন মেট্রিক টন উৎপাদনকারী দেশ ব্রাজিলের পরেই অবস্থান করছে।

সূত্র: মেহর নিউজ