বিশ্বদক্ষতা প্রতিযোগিতায় ইরানের আইটি দলের পুরস্কার জয়
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১২, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় ওয়ার্ল্ডস্কিল প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে
ইরানের একটি তথ্য প্রযুক্তি দল।আবুধাবিতে মর্যাদাপূর্ণ বৃত্তিমূলক এই দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আইটি এবং নেটওয়ার্ক বিভাগে ইরানি দলটি পুরস্কার জিতেছে।
২য় ওয়ার্ল্ড স্কিলস এশিয়া (ডব্লিউএসএ) প্রতিযোগিতায় ইরানি দল আইটি বিভাগে একটি পদক পেয়েছে।
এছাড়াও নেটওয়ার্ক বিভাগে দলটি বেস্ট অফ নেশন নামে একটি পুরস্কার পেয়েছে।
২৭ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত এবারের ইভেন্টে ২৮টি দেশের ১২৮ জন প্রতিযোগী অংশ নেয়। সূত্র: মেহর নিউজ