মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিশাল মহড়ায় নতুন ড্রোনের সক্ষমতা দেখালো ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৫ 

news-image

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থলবাহিনীর অন্তর্গত রা’আদ পরিবারভুক্ত ড্রোনগুলি ‘গ্রেট প্রফেট ১৯’ মহড়ায় নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে।

‘গ্রেট প্রফেট ১৯’ মহড়ার দ্বিতীয় পর্যায়ে আইআরজিসি স্থলবাহিনীর ড্রোন ইউনিট ‘রা’আদ ১’, ‘রা’আদ ২’ এবং ‘রা’আদ ৩’ সহ নতুন অনেকগুলো ড্রোন উন্মোচন করেছে।

রা’আদ পরিবারের ড্রোনগুলি ধ্বংসাত্মক ড্রোন যা নির্ভুলতার সাথে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এই মহড়ার পাশাপাশি রা’আদ পরিবারের ছয়টি ড্রোন বহনকারী একটি যানও উন্মোচন করা হয়েছে।

‘গ্রেট প্রফেট ১৯’ মহড়ার দ্বিতীয় পর্ব বুধবার দক্ষিণ-পশ্চিম ইরানে অনুষ্ঠিত হয়েছে। সূত্র: মেহর নিউজ