শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিমান পরিবহন সহযোগিতা বাড়াতে চায় তেহরান-রিয়াদ

পোস্ট হয়েছে: অক্টোবর ২৪, ২০২৪ 

news-image

তেহরান ও রিয়াদের মধ্যে বিমান পরিবহন সহযোগিতা বাড়াতে চায় দুই দেশ। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান (সিএও) হোসেইন পুরফারজানে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আঞ্জি এনিয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার সৌদি রাষ্ট্রদূত আল-আঞ্জির সাথে দেখা করেন ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান। এসময় তারা দুই দেশের মধ্যে বিমান পরিবহন সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উভয় পক্ষ যাত্রী ও পর্যটকদের পাশাপাশি বাণিজ্যিক ফ্লাইট চলাচলের সুবিধার্থে বিমান পরিবহন সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। সূত্র: মেহর নিউজ