শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিদেশী শিক্ষার্থীদের যে নতুন সেবা দেবে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০২৪ 

news-image

ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের নতুন পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে দেশটির অর্গানাইজেশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স। সংস্থাটির প্রধান হাসেম দাদাশপুর এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।

বিস্তারিত তুলে ধরে তিনি জানান, সেল ফোন নিবন্ধন, কনস্যুলার সংশ্লিষ্ট বিষয়াবলী, সেইসাথে আবাসন সংক্রান্ত সমস্যার একটি বড় অংশ আগামী কয়েক দিনের মধ্যে সমাধান করা হবে। খবর ইসনার

দাদাশপুর আরও জানান, আবেদনকারীদের ইরানে প্রবেশের আগে ফার্সি ভাষার কোর্স নেওয়ার জন্য এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার জন্য অনলাইন ভাষা শিক্ষার ব্যবস্থা চালু করা হবে।

২০২৩ সালের সেপ্টেম্বরে দাদাশপুর বলেছিলেন, বিজ্ঞান মন্ত্রণালয় বর্তমানে প্রায় ১ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ২০২৬ সালের মধ্যে প্রায় ৩ লাখ ২০ হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে। সূত্র: তেহরান টাইমস