বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলবে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০১৯
বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে ইরানের জাতীয় ফুটবল দল। কাতারের রাজধানী দোহাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ নিয়ে দুদেশের ফেডারেশনের মধ্যে আলোচনা চলছে। আগামী ৫ সেপ্টেম্বর প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর ঠিক পাঁচদিন পর ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এএফসি এশিয়ান কাপ চাইনার বাছাই পর্বের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে খেলবে ইরানি ফুটবল দল।
বাছাই পর্বের ড্রয়ে ইরানের সাথে একই গ্রুপে পড়েছে ইরাক, বাহরাইন, কম্বোডিয়া ও হংকং। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলার লক্ষ্যে ২০২২ ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে লড়বে ইরান।
এদিকে, বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপসঙ্গী হিসেবে রয়েছে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক ও এশিয়ান চ্যাম্পিয়ন কাতার। বাকি তিন প্রতিপক্ষ হচ্ছে ওমান, ভারত ও আফগানিস্তান।
বাছাইয়ে আট গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গী হয়ে পরবর্তী পর্বে যাবে চার সেরা রানার্সআপ দলও। এ ১২ দল একই সঙ্গে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি ২৮ দেশের বিশ্বকাপ অভিযান শেষ হবে দ্বিতীয় রাউন্ডেই। ২৮ দেশের মধ্যে অবস্থানের ভিত্তিতে ২৪ দেশ পরবর্তী সময়ে এশিয়া কাপের যোগ্যতা অর্জনের জন্য লড়বে। সূত্র: তেহরান টাইমস।