বছরে ৬ বিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানি ইরানের
পোস্ট হয়েছে: অক্টোবর ৬, ২০২৪
ইরানের কৃষি মন্ত্রণালয়ের বাণিজ্যিক দপ্তরের মহাপরিচালক শাহিয়াদ আবনার বলেছেন, বছরে তার দেশ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলারের কৃষি পণ্য রপ্তানি করা হয়। তিনি বলেন, শস্য উৎপাদনের ক্ষেত্রে ইরানের উচ্চ সক্ষমতা বিবেচনায় এই ক্ষেত্রে অঞ্চলের কেন্দ্র হয়ে উঠতে পারে দেশটি। একইসাথে দেশটি বাণিজ্যের উন্নয়ন এবং মোট জাতীয় পণ্য (জিএনপি) প্রবৃদ্ধি ঘটবে।
‘ইরান গ্রেইন’ এর আন্তর্জাতিক সম্মেলনের চতুর্থ পর্বে বক্তৃতাকালে আবনার বলেন, ইরানের কৃষি ও খাদ্য পণ্য রপ্তানির সক্ষমতা অনন্য।
ময়দা প্রক্রিয়াজাতকরণ শিল্পের সক্ষমতা ৩০ মিলিয়ন টন বলে তিনি জানান। বাণিজ্যিক দপ্তরের মহাপরিচালক আরও জানান, এই উচ্চ সক্ষমতা অভ্যন্তরীণ চাহিদা মেটানো ছাড়াও প্রতিবেশী দেশগুলির চাহিদাও মেটাতে পারে।
দেশ থেকে বছরে ৬ বিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানি হয় বলে তিনি জানান। সূত্র: মেহর নিউজ