সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফুসফুস ক্যান্সারের চিকিৎসায় প্রথম হলেন ইরানি উদ্ভাবক

পোস্ট হয়েছে: নভেম্বর ১৩, ২০২৪ 

news-image

ফুসফুস ক্যান্সারের চিকিৎসায় একটি অ্যান্টিবডি তৈরির জন্য সিলিকন ভ্যালি ইন্টারন্যাশনাল ইনভেনশন ফেস্টিভাল (এসভিআইআইএফ) ২০২৪-এ প্রথম স্থান লাভ করেছেন ইরানি উদ্ভাবক মোস্তফা শামলুই।

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানের বাসিন্দা শামালুই বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয় অ্যান্টিবডি তৈরির জন্য তার প্রাথমিক পরিকল্পনা অনুমোদন করে। তিনি উৎসবে ১১-সদস্যের একটি দলের নেতৃত্ব দিয়েছেন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্ভাবন প্রদর্শনী।

তিনি বলেন, ৪০টি দেশ থেকে উৎসবে অংশ নেওয়া ১ হাজার ২শ জনের মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেছেন।শামালুই ব্যাখ্যা করে জানান, তার উদ্ভাবিত চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে টেকসই এবং এই পদ্ধতিতে নিয়ন্ত্রিত উপায়ে হাইপোক্লোরাস অ্যাসিড (এইচওসিএল) ব্যবহার করা হয়। সূত্র: ইরনা