সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিলিস্তিনিদের আল আকসা তুফান সম্পর্কে প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০২৩ 

news-image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (মঙ্গলবার) তেহরানে ইমাম আলী (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন। এই শিক্ষা সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এই অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আল-আকসা তুফান অভিযান ফিলিস্তিনিদের একটি সাহসী এবং নিঃস্বার্থ পদক্ষেপ। এর মাধ্যমে তারা বছরের পর বছর ধরে চলা অপরাধের জবাব দিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এই অপরাধের তীব্রতা বেড়েছে। দখলদার ইসরাইলের বর্তমান সরকার এর জন্য দায়ী।

আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, নিষ্ঠুরতা এবং অপরাধ যখন সীমা অতিক্রম করে, যখন পাশবিকতা চরমে পৌঁছায়, তখন এমন তুফান অবশ্যম্ভাবী হয়ে পড়ে।

তিনি আরও বলেন, পশ্চিমারা বিশেষ করে আমেরিকা ও ব্রিটেন এই ভুয়া ইহুদিবাদী ও রক্তপিপাসু সরকারকে যতটা সমর্থন করেছে, আর কোনো সরকারকে ততটা সমর্থন করেনি। এই দখলদার ইসরাইলি সরকার ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশু এবং বয়োবৃদ্ধ কাউকেই রেহাই দেয়নি। বসতি স্থাপনকারীদেরকে কুকুরের মতো ফিলিস্তিনিদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এমন নিপীড়নের বিরুদ্ধে একটি জাতির প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? এটা স্পষ্ট যে, এর বিরুদ্ধে ঝড় উঠাবে তারা।

পার্সটুডে/