ফিবা এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে জয় ইরানের
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২৪
ইরান ফিবা অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ২০২৪-এ গ্রুপ বি-তে কঠিন লড়াই করা ভারতীয় দলকে ৭০-৫৩-এ হারিয়েছে। মঙ্গলবার তেহরানের এরিনা কমপ্লেক্সে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মাহদি হায়দারি ১৮ পয়েন্ট এবং ১০ রিবাউন্ড নিয়ে ইরানকে নেতৃত্ব দেন। অন্যদিকে, কেরামতি ১৩ পয়েন্ট, ৫ রিবাউন্ড এবং ৬ অ্যাসিস্ট নিয়ে নিজের দক্ষতা ফুটিয়ে তোলেন।
অন্যদিকে, মোহাম্মদ ইশান সাহসী অবস্থানে ১০ পয়েন্ট এবং ৯ রিবাউন্ড নিয়ে ভারতের নেতৃত্ব দেন।
ইরান প্রথম ম্যাচে কুয়েতকে ৯০-৫৩ গোলে হারায়।বুধবার ইরানিদের দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। সূত্র: তেহরান টাইমস