ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে ইরান ফুটসাল দল
পোস্ট হয়েছে: মে ৯, ২০২৪
ইরানের জাতীয় ফুটসাল দল ফিফা পুরুষ ফুটসাল বিশ্ব র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। র্যাঙ্কিংয়ের শীর্ষে বসেছে ব্রাজিল।স্পেনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। ইরান ও আর্জেন্টিনা শীর্ষ পাঁচে রয়েছে। ফলে স্বাগতিক উজবেকিস্তান সহ এই পাঁচটি দেশ এবছরের ফিফা ফুটসাল বিশ্বকাপের আসন্ন ড্রতে পট ১ তে পড়বে।
পট ২-এ থাকবে মরক্কো, কাজাখস্তান, থাইল্যান্ড, ফ্রান্স, ইউক্রেন এবং প্যারাগুয়ে। নিউজিল্যান্ড (১৯তম) এবং কোস্টারিকা (৩১তম) যথাক্রমে ওএফসি এবং কনকাকাফ অঞ্চল থেকে সর্বোচ্চ অবস্থানে থাকা দেশ।
২০২১ সালে সর্বশেষ গ্লোবাল ফাইনালে ব্রোঞ্জ জেতার পর থেকেই ব্রাজিল শীর্ষস্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস