শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিফা নারী বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ইরানের চার ধাপ উন্নতি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২৩ 

news-image

শুক্রবার প্রকাশিত ফিফা নারীদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ইরান চার ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছে। উয়েফা নেশনস লিগের চূড়ান্ত চারে যাওয়ার পর ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে নারী বিশ্বকাপজয়ী স্পেন।

স্পেন এই মাসে একটি নেশন্স লিগ গ্রুপের শীর্ষে উঠে আসে। সুইডেনও শীর্ষে উঠে আসে। স্পেন এখন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো এক নম্বরে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং বিশ্বকাপের চূড়ান্ত্র দল ইংল্যান্ডকে পেছনে ফেলে দেশটি শীর্ষ স্থান দখল করে।

সুইডেন চার ধাপ নেমে পাঁচ নম্বরে অবস্থান করছে। র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা দল জাপান, এরপর কোরিয়া ডিপিআর, অস্ট্রেলিয়া ও চীন। পরবর্তী ফিফা নারীদের বিশ্ব র‌্যাঙ্কিং ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশিত হবে। সূত্র: তেহরান টাইমস