শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফাজা প্যারা আর্চারি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে রানার্স-আপ নেমাতি

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২১ 

news-image

ফাজা প্যারা আর্চারি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে রানার্স-আপ হয়েছেন ইরানের জাহরা নেমাতি। টুর্নামেন্টে নারীদের ওপেনে তুর্কি প্রতিদ্বিন্দ্বী সেনগুল ইয়াগমুরের কাছে ৬-২ পয়েন্টে হেরে তিনি দ্বিতীয় স্থান লাভ করেন।

ব্যাক টু ব্যাক প্যারালিম্পিক চ্যাম্পিয়ন নেমাতি এর আগে ভারতের পুজা খান্না ও ইউক্রেনের নাটালিয়া মালাইখকে পরাজিত করেন। এই বিভাগে ইউক্রেনের মালাইখকে ৬-২ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন তুরস্কের নুর ইরোগলু।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ইভেন্টের এবারের ১৭তম পর্বে বিশ্বের ১১টি দেশের ৭০ জনের অধিক প্যারা তীরন্দাজ অংশ নেন। সূত্র: তেহরান টাইমস।