ফজর থিয়েটার উৎসবে সেরার মুকুট পরলো ‘বাব বারা’
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২১
৩৯তম ফজর থিয়েটার উৎসবের আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা বিভাগে সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড প্রিক্স জয় করেছে মঞ্চ নাটক ‘বাব বারা’। উত্তরপশ্চিমাঞ্চলীয় ইরানি শহর সানাদাজের বাসিন্দা নিমা ইমানজাদেহ নাটকটি তৈরি করেছেন। ‘বাব বারা’ নির্মাণের জন্য সেরা পরিচালক হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার তেহরানের ভাহদাত হলে সমাপনী অনুষ্ঠানে উৎসবের বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এতে যোগদান করেন ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা মন্ত্রী সৈয়দ আব্বাস সালেহি।
‘সাগদো’ মঞ্চ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী ও অভিনেতার পুরস্কার পেয়েছেন আয়েহ কিয়ানপুর ও সোরুশ তাহেরি। অন্যদিকে নাটকটি লেখার জন্য সেরা লেখকের পুরস্কার পেয়েছেন মোহাম্মাদ চারমশির। সূত্র: তেহরান টাইমস।