শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফজর থিয়েটার উৎসবে অংশ নিচ্ছে ২১ দেশ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২০ 

news-image

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিতব্য ফজর আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভালে মঞ্চ অভিনেতা ও অতিথি হিসেবে বিশ্বের ২১টি দেশের শিল্পীরা অংশ নেবেন। তেহরান জুড়ে বিভিন্ন হলে একযোগে নাট্যোৎসবটির এবারের ৩৮তম পর্ব অনুষ্ঠিত হবে।

৩৮তম ফজর আন্তর্জাতিক থিয়েটার উৎসবের জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে, পোল্যান্ড, আরমেনিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও গ্রিস সহ ছয় দেশের শিল্পীরা উৎসবে মঞ্চ অভিনয়ে অংশ নেবেন।  

উৎসবে যোগ দেবেন চিলি, ফিনল্যান্ড, জর্জিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, চীন, বেলজিয়াম, লিথুয়ানিয়া, রাশিয়া, সুইজারল্যান্ড, ইতালি, আজারবাইজান, তাতারস্তান, আর্মেনিয়া, তাজিকিস্তান, ডেনমার্ক, আলজেরিয়া, ওমান এবং নেদারল্যান্ডস সহ ১৯টি দেশের ২৫ জন অতিথি। আগামী ২ থেকে ৬ ফেব্রুয়ারি তেহরানে থিয়েটার উৎসবের ফাঁকে অনুষ্ঠিতব্য ইরানের ইন্টারন্যাশনাল পারফর্মিং আর্টস মার্কেটের এবারের পঞ্চম পর্বে অংশ নেবেন অতিথিরা।

নাদের বারাহানি মারান্দের সভাপতিত্বে ফজর আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভাল ৩১ জানুয়ারি শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।