প্রযুক্তিগত নিবন্ধে ইসলামি দেশগুলির মধ্যে শীর্ষে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৪
২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রযুক্তির ক্ষেত্রে ৮ হাজার ৬০৯টি ফলিত নিবন্ধ প্রকাশ করে ইসলামি দেশগুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে ইরান। ইরানের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরেছে।
সৌদি আরব ৭ হাজার ৭৬২টি নিবন্ধ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ‘ইরানের বৈজ্ঞানিক ফলাফলের অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রভাবের মূল্যায়ন’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে ইরানের উপর দৃষ্টি নিবদ্ধ করে আন্তর্জাতিক পেটেন্টগুলিতে প্রযুক্তিগত বৈজ্ঞানিক ফলাফল এবং উদ্ধৃতি বিশ্লেষণ করা হয়।
প্রতিবেদনটির প্রধান লক্ষ্য- ইরানের অবস্থান নির্ধারণ করা এবং ইরানের বিশ্ববিদ্যালয়, গবেষক এবং জার্নালের প্রভাব মূল্যায়ন করা। সূত্র: তেহরান টাইমস