সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারিস অলিম্পিকে ইরানের ক্রীড়া দলের প্রতি সর্বোচ্চ নেতার ধন্যবাদ বার্তা

পোস্ট হয়েছে: আগস্ট ১৩, ২০২৪ 

news-image

ইরানের সর্বোচ্চ নেতা ২০২৪ সালের অলিম্পিক গেমসে ইরানের ক্রীড়া দলের কাজ পরিসমাপ্ত হবার পর এক বার্তায় ক্রীড়াবিদ, ফেডারেশনের প্রধান এবং কোচদের ধন্যবাদ জানিয়েছেন।

ইসলামী বিপ্লবের নেতাকে সম্বোধন করে ইরানের জাতীয় অলিম্পিক কমিটির প্রধান একটি চিঠি লিখেছেন। অলিম্পিক গেমসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্রীড়া কাফেলার সদস্যদের ক্রীড়া ও সাংস্কৃতিক কৃতিত্বের প্রতিবেদন পেশ করা হয়েছে ওই চিঠিতে। ইরানের ক্রীড়াপ্রেমী জনগণকে আরও প্রাণীত করার জন্য আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ক্রীড়াবিদদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বোচ্চ নেতা জাতীয় অলিম্পিক কমিটির প্রধানের চিঠির ফুটনোটে লিখেছেন:

আমি দৃঢ় ইচ্ছাশক্তিসম্পন্ন আমাদের ক্রীড়াবিদ, ফেডারেশনের সভাপতি ও কোচসহ জাতীয় অলিম্পিক কমিটির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা সাম্প্রতিক অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় ইরানকে বিশ্ব ক্রীড়া অঙ্গনে আনন্দ ও গর্বের সঙ্গে মর্যাদার আসনে তুলে ধরেছেন। আপনাদের উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা করছি।

জাতীয় অলিম্পিক কমিটির প্রধান মাহমুদ খোসরাভিওয়াফা ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্রীড়া দলের সাফল্যের বিষয়ে তার চিঠিতে ইরানের কিছু ক্রীড়া ও সাংস্কৃতিক অর্জনের কথা উল্লেখ করেছেন। ইরানের ক্রীড়া কাফেলায় নারীদের অভূতপূর্ব উপস্থিতি এবং নারীদের অসাধারণ প্রতিভার কথাও তুলে ধরেন ওই চিঠিতে। প্রথমবারের মতো অলিম্পিক প্রতিযোগিতায় ইরানি ক্রীড়াবিদরা বেশ কয়েকটি ইভেন্টে গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

২০২৪ এর প্যারিস অলিম্পিকে, ইরানের ক্রীড়াদল বেশ কয়েকটি খেলায় পদক জিতেছে। ফ্রিস্টাইল কুস্তিতে চ্যাম্পিয়ন এবং তায়কোয়ান্দোতে রানার্স আপ হয়েছে। অলিম্পিকে অংশগ্রহণকারী ২০০টিরও বেশি দেশের মধ্যে ইরান ২১তম স্থানে রয়েছে। ইউক্রেন ২২তম, বেলজিয়াম ২৫তম, ডেনমার্ক ২৯তম, অস্ট্রিয়া ৩৬তম, দক্ষিণ আফ্রিকা ৪৪তম, মিশর ৫২তম, তুরস্ক ৬৪তম এবং ভারত ৭১ তম স্থানে রয়েছে। পার্সটুডে/