প্যারালিম্পিকে ইরানি অ্যাথলেটদের ২৪ মেডেল জয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২১
শনিবার প্রতিযোগিতার ১১তম দিনে ২০২০ প্যারালিম্পিকের ফাইনালে রুশ দলকে পরাজিত করে ইরানের জাতীয় সিটিং ভলিবল দল। এদিন স্বর্ণপদক জয় করেন প্যারাতাইকোয়ান্দো আসগার আজিজি আকদাম। অন্যদিকে শট পুট প্রতিযোগিতায় রৌপ্ পদক জিতেছেন সাজ্জাদ মোহাম্মাদিয়ান।
এছাড়াও শনিবার ইরানের সাদেক বেইত চাকতি নিক্ষেপে রুপার মেডেল লাভ করেন।
শনিবারের প্রতিযোগিতা শেষে টোকিও প্যারালিম্পিকে ইরান ১২টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ মেডেলসহ মোট ২৪টি মেডেল জিতে ১২তম স্থান লাভ করে। এদিকে মেডেল জয়ের জন্য প্যারা অ্যাথলেটদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।