মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পোলিশ উৎসবে দর্শক পুরস্কার জিতেছে ইরানি অ্যানিমেশন ‘অনিতা’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২৪ 

news-image

বেহজাদ নলবান্দি রচিত, পরিচালিত এবং প্রযোজিত ইরানি অ্যানিমেশন ‘অনিতা, লস্ট ইন দ্য নিউজ’ ষষ্ঠ রাইজিং অব লুসিটানিয়া অ্যানিমাডক ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতেছে। পোল্যান্ডের লডজে ১ থেকে ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক এই উৎসব অনুষ্ঠিত হয়।

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশনটি পোলিশ উৎসবে পেশাদার অ্যানিমেশন ডকুমেন্টারি হিসেবে দর্শক পুরস্কার জিতেছে। খবর মেহর নিউজের।

পোলিশ চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ২২টি দেশের মোট ৪০টি অ্যানিমেশন ডকুমেন্টারি অংশ নেয়।

২০২৩ সালে নির্মিত ‘অনিতা, লস্ট ইন দ্য নিউজ’ এ পর্যন্ত জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক এবং ভারতের বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। এপর্যন্ত ছবিটি অনেক মনোনয়ন এবং পুরস্কারও পেয়েছে। সূত্র: তেহরান টাইমস