পোর্টল্যান্ডে দুটি পুরস্কার জিতেছে ইরানি শর্ট অ্যানিমেশন
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২৪
আমেরিকায় হোসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি পরিচালিত ইরানি শর্ট অ্যানিমেশন মুভি ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’ দুটি পুরস্কার জিতেছে।
২১ থেকে ২৫ আগস্ট অনুষ্ঠিত ১২তম পোর্টল্যান্ড ফেস্টিভ্যাল অব সিনেমা, অ্যানিমেশন অ্যান্ড টেকনোলজিতে (পিএফসিএটি) চলচ্চিত্রটি এই দুই পুরস্কার জিতেছে।
ইন্সটিটিউট ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস (কানুন নামে পরিচিত) প্রযোজিত অ্যানিমেশন মুভিটি শর্ট অ্যানিমেশন বিভাগে সেরা টু-ডি অ্যানিমেটেড শর্ট এবং বেস্ট স্কোর বিভাগে দুটি রৌপ্য পুরস্কার জিতেছে। কানুন ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে।
অ্যানিমেশনটি এখন পর্যন্ত একাডেমি পুরস্কার-যোগ্যতা উৎসব থেকে তিনটি বড় আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। সূত্র: তেহরান টাইমস