সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পেজেশকিয়ান: জনগণের জীবনমানের উন্নতি সব ক্ষেত্রের আগে অগ্রাধিকার পাবে।

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৫ 

news-image

তেহরান – ইরনা – প্রেসিডেন্ট জনগণের জীবিকা বর্তমান পরিস্থিতিতে সরকারের অগ্রাধিকার বলে জোর দিয়ে বলেন, দেশের যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় প্রথমেই জনগণের জীবনমান ও জীবিকার উন্নয়নে ব্যয় করতে হবে এবং সব অর্থনৈতিক নীতি ও সিদ্ধান্ত এই লক্ষ্যকে কেন্দ্র করেই নির্ধারণ করতে হবে।

রাষ্ট্রপতি দপ্তরের বরাতে ইরনা জানায়, আজ রবিবার ৭ দেই ১৪০৪ (ইরানি ক্যালেন্ডার) বিকেলে মাসুদ পেজেশকিয়ানের সভাপতিত্বে সরকারের ১৪০তম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট সংসদের সকালের অধিবেশনে ১৪০৫ সালের বাজেট বিল নিয়ে উত্থাপিত আলোচনার কথা উল্লেখ করে বলেন, বিশ্বাসের দিক থেকে আমি মনে করি—বর্তমান পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আমাদের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মনোযোগ জনগণের জীবিকার দিকেই হওয়া উচিত। দেশের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হলো জনগণের জীবিকা, এবং দেশের হাতে থাকা যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় অন্য সব খাতের আগে জনগণের জীবিকা উন্নয়নে ব্যবহৃত হওয়া উচিত।

পেজেশকিয়ান সরকারের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, আমরা সরকারকে ছোট করার এবং ব্যয় কমানোর দিকে এগোচ্ছি।

রাষ্ট্রপতি সংসদের খোলা অধিবেশনে দেওয়া নিজের বক্তব্য স্মরণ করে বলেন, যেমনটি আমি আজ সকালেও সংসদে জোর দিয়ে বলেছি—যদি আমরা জনগণের জীবিকার সমস্যা সমাধান করতে না পারি, তাহলে এর পরিণতি শেষ পর্যন্ত আমাদের সবার জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।

বৈঠকের পরবর্তী অংশে, মন্ত্রিসভার সদস্যরা জনগণের জীবিকা সংক্রান্ত অর্থনৈতিক সদর দপ্তরের প্রস্তাবনা এবং আগামী বছরের মুদ্রানীতি বিষয়ক আলোচনায় অংশ নেন। এসব বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা ও মতবিনিময় করা হয়।

ইরনা