পাকিস্তানে ‘ইমাম হুসাইনের শিক্ষা এবং বর্তমান যুগ’ শীর্ষক সম্মেলন
পোস্ট হয়েছে: অক্টোবর ৪, ২০১৬
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শনিবার ইমাম হুসাইনের শিক্ষা এবং বর্তমান যুগ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের তেহরিকে পাঞ্জাতান এসোসিয়েশন ও রাওয়ালপিন্ডির আর্টস কাউন্সিলের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আলোচকরা কারবালায় ইমাম হুসাইনের ত্যাগের দর্শন নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা জোর দিয়ে বলেন, ইমাম হুসাইন (আ)-এর শাহাদাতের একটি প্রধান উদাহরণ হল সত্য এবং সততা।
তারা বলেন, ইমাম হুসাইন (আ) মিথ্যাকে স্বীকৃতি না দিয়ে তা প্রত্যাখ্যান করেছিলেন।
রাওয়ালপিন্ডি আর্টস কাউন্সিল এর প্রধান ওয়াকার আহমেদ সভায় অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানান।
সম্মেলনের শেষে ড. আজামাতুল্লাহ সুলতান বলেন, যারা জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় তাদের জন্য কারবালায় বড় শিক্ষা রয়েছে।
তিনি বলেন: পাকিস্তান ও অন্যান্য দেশের এই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের অবসান ঘটার জন্য সবাইকে চেষ্টা ও দোয়া করতে হবে।
এই সম্মেলনে খ্রিস্টান ও হিন্দু নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। সূত্র: ইকনা