পাকিস্তানের সঙ্গে কৃষি বাণিজ্য সম্পর্ক চায় ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৫, ২০১৮
প্রতিবেশী মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে কৃষি বাণিজ্য সম্পর্ক গড়তে আগ্রহী ইরান। পাকিস্তান সফরে গিয়ে এ আগ্রহের কথা জানিয়েছেন ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশের উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল।
দলটির নেতৃত্বে ছিলেন ওরুমিয়েহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এগ্রিকালচার কমিশনের প্রধান বেহনাম তাজোদিন্নি। ইরানি এই প্রতিনিধি দলটি ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শনকালে কৃষি পণ্যের বাণিজ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ দেখান।
তাজোদিন্নি জানান, ইরানে সবচেয়ে বেশি কৃষি সামগ্রী উৎপাদনকারী প্রদেশগুলোর মধ্যে পশ্চিম আজারবাইজান অন্যতম।
তিনি জানান, প্রদেশটিতে প্রতি বছর ৬০ লাখ টন ফলমূল ও শাক-সবজি, ১২ লাখ টন আপেল, ৩ লাখ ৮০ হাজার টন আঙুর ও ২ লাখ ৮০ টন এ্রপ্রিকট উৎপাদন হয়। দেশটিতে ১০ লাখ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ৩২৬টি কোল্ড স্টোরেজ রয়েছে।
এগ্রিকালচার কমিশনের প্রধান আরও জানান, পশ্চিম আযারবাইজানে ইরানের মধ্যে সবচেয়ে বেশি মধু উৎপাদিত হয়। এছাড়া প্রদেশটি আমদানি-রপ্তানি কার্যক্রমের কেন্দ্রে পরিণত হয়েছে বলে জানান তিনি।
ইরানি এই কর্মকর্তা বলেন, পাকিস্তানের সঙ্গে কৃষি খাতে সহযোগিতা জোরদারে প্রদেশটির বিশাল সম্ভাবনা রয়েছে। ইরান ও পাকিস্তানের মধ্যে কৃষি পণ্যের বাণিজ্য প্রতিষ্ঠায় দুদেশের কৃষি খাতের ব্যবসা্য়ীদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেন তিনি। সূত্র: ইরান ডেইলি।