শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পরমাণু প্রযুক্তির ব্যাপারে কারো সঙ্গে পরামর্শ বা কারো নির্দেশ মানবে না ইরান

পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০২৫ 

news-image

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ বলেছেন, তার দেশ নিজের স্বাধীন পরমাণু নীতিতে অটল রয়েছে। তিনি আরো বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনার ব্যাপারে কারো সঙ্গে যেমন পরামর্শ করবে না তেমনি কারো নির্দেশও শুনবে না।

তিনি মঙ্গলবার রাজধানী তেহরানে ‘ইরানোলজি ফাউন্ডেশন’-এর নতুন প্রধানের পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। আরেফ বলেন, ইরানি সংস্কৃতির সারমর্ম হল জ্ঞান অর্জন, এমনকি তা যদি বিশ্বের সবচেয়ে দূরবর্তী অঞ্চল থেকেও অর্জন করতে হয়।

তিনি আরো বলেন, আমাদের অবশ্যই উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং ইরানি সভ্যতার সঙ্গে এই প্রযুক্তিগুলিকে অন্যদের কাছে পৌঁছে দিতে হবে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, “মানব উন্নয়ন ও সামাজিক সমস্যাবলী সমাধান করার জন্য অন্যান্য প্রযুক্তির মতো আমাদেরকে পরমাণু প্রযুক্তিও ব্যবহার করতে হবে। এই কাজে আমরা কারো সঙ্গে পরামর্শ করব না বা কারো নির্দেশও গ্রহণ করব না। একইসঙ্গে আমরা এই প্রযুক্তি বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেব যাতে তা সবাই ব্যবহার করতে পারে।”

পাশ্চাত্যের ইরান-আতঙ্ক ছড়িয়ে দেয়ার প্রচেষ্টার সমালোচনা করে আরেফ বলেন, ইরানি সভ্যতা ও সংস্কৃতি যুগ যুগ ধরে বিশ্বব্যাপী মানবতার জয়োগান গেয়েছে। তিনি বলেন, পশ্চিমা সভ্যতা গাজা যুদ্ধের মতো বিপর্যয় তৈরি করে। কিন্তু ইরানি সভ্যতা বিপর্যস্ত মানবতাকে মুক্তি দেয়। তিনি বলেন, সে সভ্যতা বিশ্ব মানবতাকে মুক্তি দিয়েছে সে সভ্যতা পরমাণু অস্ত্রের মতো গণবিধ্বংসী অস্ত্র তৈরি কিংবা তা নিরপরাধ মানুষের ওপর প্রয়োগ করতে পারে না। পার্সটুডে