সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ন্যানোপ্রযুক্তি খাতে ইরানের উল্লেখযোগ্য অগ্রগতি

পোস্ট হয়েছে: অক্টোবর ৯, ২০১৯ 

news-image

ইরান উচ্চ প্রযুক্তি বিশেষত ন্যানোপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে। গত দশকে ন্যানোপ্রযুক্তি খাতে মধ্যপ্রাচ্যে প্রথম স্থান এবং বিশ্বে শীর্ষ দেশগুলোর তালিকায় অবস্থান করে দেশটি। এ তথ্য জানিয়েছেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি।

তিনি বলেন, বিগত দশকে ন্যানোপ্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও মহাকাশ বিজ্ঞানে ইরান বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে উল্লেখ করার মতো অবস্থান অর্জন করেছে।

ইরানের  ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি খাত প্রসঙ্গে সাত্তারি বলেন, বর্তমানে ইরান অভ্যন্তরীণ চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশীয়ভাবে উৎপাদন করে। ইরানকে মধ্যপ্রাচ্যের বৃহত্তম জ্ঞানভিত্তিক ইকোসিস্টেম উল্লেখ করে তিনি আরও জানান, তার দেশে বর্তমানে জ্ঞানভিত্তিক কোম্পানির সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে।  

ন্যানোপ্রযুক্তি নিবন্ধ ও বৈজ্ঞানিক অর্জনের ক্ষেত্রে ইরান বর্তমানে শীর্ষ দশ দেশের মধ্যে অবস্থান করছে বলে জানান দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট। সূত্র: মেহর নিউজ এজেন্সি।