নিষেধাজ্ঞা সত্ত্বেও উন্নত রকেট তৈরি ইরানের
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০২৪
চলমান নিষেধাজ্ঞা সত্ত্বেও উন্নত রকেট তৈরি করছে ইরান। একইসাথে মহাকাশে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে চলেছে দেশটি। লন্ডনে অবস্থিত ইরান দূতাবাসের এই বিবৃতিতে একথা বলা হয়।
লন্ডনে ইরান দূতাবাসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (ট্যুইটার) এর এক পোস্টে কক্ষপথে চামরান-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের কথা উল্লেখ করে বলা হয়, ইরান সফলভাবে দেশীয়ভাবে তৈরি উন্নত চামরান-১ গবেষণা স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করেছে। দেশের মহাকাশ কর্মসূচিতে যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
পোস্টে আরও বলা হয়, আগে চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরানের নিজেকে রক্ষা করতে অন্যদের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার জন্য সংগ্রাম করতে হত। সেই যুগটি এখন পার হয়ে গেছে। সূত্র: মেহর নিউজ