শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

English

নতুন অস্ত্র বানাচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২১ 

news-image

নতুন অস্ত্র উৎপাদনের দিকে নজর দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা ঘারায়েই আশতিয়ানি রোববার বলেছেন, ইরান এখন নতুন অস্ত্র উৎপাদনের প্রতি নজর দিতে যাচ্ছে।

বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত উল্লেখ করে তিনি বলেন, হুমকি মোকাবেলা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ও পণ্য সামগ্রীর আধুনিকীকরণে সশস্ত্র বাহিনীর লড়াইয়ের সক্ষমতা জোরদার করাই  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহজাত মিশন।

জটিল গবেষণার মধ্য দিয়ে ইরান নতুন নতুন অস্ত্র উৎপাদনের চেষ্টা চালিয়ে যাবে বলে জানান ইরানি এই কমান্ডার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।