শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

নওরোজে উপহার হিসেবে হ্যান্ডিক্র্যাফ্ট

পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২১ 

news-image

আর কদিন পরেই ইরানে ধুমধাম করে পালিত হবে ফারসি নববর্ষ নওরোজ। দীর্ঘ ছুটিতে যাবে দেশটির জনগণ। উৎসব-আমেজে ভরে উঠবে গোটা দেশ। প্রিয়জনদের সাথে শুভেচ্ছা ও উপহার বিনিময়ে মেতে উঠবেন নাগরিকরা।

নওরোজের বৃহত্তম এই উৎসব উদযাপনে এবার দেশীয় তৈরি হ্যান্ডিক্র্যাফ্টকে উপহার হিসেবে ব্যবহার করার জন্য জোর প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এনিয়ে একটি ক্যাম্পেইন চালু করেছে ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রণালয়।

তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এক বছরেরও বেশি সময় ধরে চলমান করোনা ভাইরাস মহামারিতে দেশটির হ্স্তশিল্পের কারিগররাসহ হাজার হাজার মানুষ কাজ হারিয়েছেন। তাদের এই সংকট কাটিয়ে উঠে হ্যান্ডিক্র্যাফ্ট শিল্পে নিয়োজিতদের কর্মসংস্থান ফেরাতেই এমন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তেহরান টাইমস।