মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দেশীয়ভাবে তৈরি উন্নত বিমান পরিবহন রাডার উন্মোচন ইরানের

পোস্ট হয়েছে: মে ২৫, ২০২৫ 

news-image

দেশীয়ভাবে তৈরি একটি উন্নত বিমান পরিবহন রাডার উন্মোচন করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল খাতকে টার্গেট করে বিদেশী নিষেধাজ্ঞা আরোপের মধ্যে উন্নতমানের রাডারটি উম্মোচন করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার একটি ভিডিও লিঙ্ক ব্যবহার করে দেশের দক্ষিণ-পশ্চিমে আবাদান বিমানবন্দরে এমএসএসআর-মোড এস রাডার সিস্টেমটি স্থাপনের নির্দেশ দেন।

ইরানের পরিবহন মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত রাডার সিস্টেমটি এই অঞ্চলে বিমান চলাচল নিয়ন্ত্রণ নেটওয়ার্ককে শক্তিশালী করবে।

ইরান বিমানবন্দর এবং বিমান নেভিগেশন কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ আমিরানি বলেছেন, মনোপালস সেকেন্ডারি নজরদারি রাডার সিস্টেমটি পুরোপুরি ডিজাইন এবং নির্মাণ করেছে দেশীয় কোম্পানিগুলো। খবর প্রেস টিভির।

তিনি জানান, মধ্য ইরানে অবস্থিত ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই প্রকল্পে অবদান রেখেছেন। সিস্টেমটি ৪৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট পর্যবেক্ষণ করতে সক্ষম। সূত্র: মেহর নিউজ