সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুবাইয়ে চিত্রকলা প্রদর্শনীতে ইরানের শিল্প গ্যালারি ‘দাস্তান‘স বেসমেন্ট’

পোস্ট হয়েছে: মার্চ ২২, ২০১৬ 

news-image

ইরানের রাজধানী  তেহরান ভিত্তিক শিল্প গ্যালারি ‘দাস্তান‘স বেসমেন্ট’ দুবাইয়ে চিত্রকলা প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে। হরমুজ হেমাতিয়ান এ সাংস্কৃতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ইরানের তরুণ শিল্পী ও তাদের গবেষণা কর্ম দুবাইতে প্রদর্শন করবেন। ভাস্কর ও চিত্রশিল্পীদের মধ্যে এ প্রতিনিধিদলে থাকছেন মোহাম্মদ হোসেইন গোলামজাদেহ, নিমা জারে, বাহারে নাভাদি, মামালি শাফাহি. ও আমিন মোনতাজের। এছাড়া প্রখ্যাত চিত্রশিল্পী ফেরিদোন আভে ও ফারাহ অসোলির চিত্রকর্ম যাচ্ছে দুবাইতে। ফার্সি চিত্রকলা সাময়িকী ‘তানদিস’ এ খবর দিয়েছে।

দাস্তানের প্রদর্শিত কর্মের মধ্যে ইরানের সমসাময়িক ঐতিহ্যের পরিবর্তন এবং ইরান ও পশ্চিমা দেশগুলোর সম্পর্ক প্রাধান্য পাবে। দুবাইতে এ ধরনের আয়োজনে লেবানন, আমেরিকা, রাশিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স ও মিসরের শিল্পীরা অংশ নিচ্ছে।  আর্ট দুবাই হিসেবে পরিচিত এ আয়োজন হচ্ছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার প্রখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সমাহারের সমষ্টি। আর্ট দুবাই শেষ হয় আগামী ১৯ মার্চ।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন