সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২৫ 

news-image

ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ভাহিদ ইয়াজদানিয়ান বলেছেন, পার্স-১ সেন্সিং স্যাটেলাইটটি সম্ভবত ডিসেম্বরে উৎক্ষেপণ করা হবে। আর নাহিদ-২ টেলিকম স্যাটেলাইটটি ফেব্রুয়ারির আগে উৎক্ষেপণের জন্য সময়সীমা নির্ধারিত রয়েছে।

ইরান সম্প্রসারিত মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে সামনের মাসগুলোতে স্যাটেলাইট দুটি উৎক্ষেপণের পরিকল্পনা করছে বলে জানান ইয়াজদানিয়ান।

শনিবার বক্তৃতা দিতে গিয়ে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান বলেন, দূর অনুধাবনের জন্য তৈরি পার্স-১ স্যাটেলাইটটি আগামী ডিসেম্বরে সম্ভাব্য উৎক্ষেপণের জন্য সময় নির্ধারিত রয়েছে।

তিনি আরও বলেন, মহাকাশ গবেষণা কেন্দ্র কর্তৃক নির্মিত নাহিদ-২ স্যাটেলাইটের দ্বিতীয় সংস্করণটিও ফেব্রুয়ারিতে ‘টেন-ডে ডন’ (দশ প্রভাত) জাতীয় উৎসবের আগে একটি দেশীয় উৎক্ষেপণকারী যান ব্যবহার করে উৎক্ষেপণ করা হবে।

প্রযুক্তিগত বিবরণ দিতে গিয়ে ইয়াজদানিয়ান বলেন, নাহিদ-২ একটি টেলিযোগাযোগ স্যাটেলাইট। ১২০ কেজির উপগ্রহটির পরিকল্পিত জীবনকাল দুই বছর। এটিকে ৫০০ কিলোমিটারের কক্ষপথে স্থাপন করা হবে। সূত্র: মেহর নিউজ