তোমার আগমনে
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০১৯
মুহাম্মদ ফরিদ উদ্দিন খান :
তোমার আগমনে হে প্রিয়!
কী অবাক করা সাজে রঙিন এ শহর
কতো অনিদ্র রজনী কেটে যায় অধীর
অসহ্য প্রতীক্ষায়
নগরের অলিগলি মাঠঘাট ধুয়ে হয় সাফ
যেনো নিশিথে পতিত সুঁই-ও তোলা যায়
গোলাব পাশ ছড়ায় মাতানো সুঘ্রাণ
কাশানের কামছার থেকে আনীত গোলাপ জল
জমিন থেকে তাই এবার গগন পানে
পবিত্র সুরভী উড়ে
অবশেষে আসে সেই মহালগন
সারা আসমান জুড়ে ছড়ানো
কলেমার মহাপতাকা উড়িয়ে
ঘটে তোমার আগমন
কোটি কোটি হাত জানায় আদরের আবেশ
ক্ষণিকের জন্যেও নীরব নয় দরূদ আর
তকবিরের রেশ
তোমায় দেখে উল্লসিত জনতার মুখ
যেনো সিরাজের ফুটন্ত গোলাপ
অসহায় মজলুমের বুকে আসে দুর্দান্ত প্রতাপ
তোমার আগমন দেখে
খিড়কি পথে এফ্রিত ছুটে পালায়
ফেরেশতার আগমনে যেন দানবের প্রস্থান
জা’য়াল হাক্কু ওয়া যাহাকাল বাতিল
আহা! কি অপূর্ব উল্লাস সর্বহারার মনে
বিজয়ের ঊষালোক ছড়ায়
আড়াই হাজার বছরের অমানিশা শেষে
শহীদদের সুখময় বাগিচা বেহেশতে যাহরায়
সাফ সাফ বলে দিলে তুমি এ ইলহামী ঘোষণা
“শাহী সরকারের মুখ গুঁড়ো করে দেবো
করবো ঐশী সরকার গঠন।”
আহা! কি অবাক উল্লাসে ফেটে পড়ে বঞ্চিত মুস্তাজাফ
অথচ নিয়াভারান শাহী ভবন থেকে শুরু করে
ক্রেমলিন হোয়াইট হাউজে ছড়িয়ে পড়ে
আতংক ও ধসের আঘাত
তাই এমনি অলৌকিক আগমন
হে প্রিয়তম ঘটুক বারবার
ফলুক জালিমের উপর চির অভিসম্পাত
হে প্রিয়তম! অব্যাহত থাকুক তোমার জ্যোতির্ময় পথ
প্রতিশ্রুত মাহদীর আগমন তক।
ইমাম খোমেইনী (রহ.)-এর স্মরণে কবিতা
মোঃ শাহ নওয়াজ তাবিব
দুই দিকে দুই পরাশক্তি
কার প্রতি আজ সব ভক্তি?
তুরবাহ আর তাসবিহ দুহাতে ইমাম তখন বলেন,
এরাই আসল পরাশক্তি এদের সাথেই চলেন।
এক দিকে চলে সবদেশ সারাবিশ্ব
উজান বেয়ে একদিন হবে নিঃস্ব।
বলেন ইমাম- মুসলিম রাখি রোজা
আমাদের সব হিসেব কিতেব সোজা-
পাই-পাবো, না পাই- না খাবো
তবু কি এ হাত পাতবো?
রোজা রেখে ফের ঐশী আশেক
খোদা প্রেমে তবে মাতবো।
এত বড় এক খবর ইমাম! বলুন কেমন লাগছে?
চারদিকে ঐ শয়তানী ভূত কেমন দূরে ভাগছে!
সৌম্যশান্ত ইমাম তাকান দিগন্তপারে দৃষ্টি
খোদার রঙে রঙিন দেখেন রাজ্যির সব সৃষ্টি।
প্রেম পিয়াসে অধীর হৃদয় কেমনে শান্ত হবে,
পার্থিব লোভে লোভী ঐ সব বোদ্ধা বোঝে কবে?
তাবাস মরুতে কী ঘটলো?
যান্ত্রিক ত্রুটি শুধু রটলো!
আসলে তা নয় শোনো হে বন্ধু, শোন পেতে আজ কান
আব্রাহা যার হাতে ধ্বংস সেই সে মহীয়ান
ইমামের ইসলামী বিপ্লব করলেন বেগবান।
নবীজীর নামে কুৎসা রটায় কুপমন্ডুক রুশদী
কুলুপ এঁটেছে রাজা বাদশারা
মনে হয় কষে ঢুস্ দি।
এমন সময় তোমারই কণ্ঠে শাস্তির শুনি ঘোষণা
বন্ধুরা আসো খোলা অন্তরে আর বিদ্বেষ পোষণা।
খোদার হাবীব, আহলে বাইত- তোমার শক্তি ঈমানী
তোমার নেশার এক রতি দাও- চাই বুঁদ হওয়া ঝিমানী।