তেহরান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন ৩৬ দেশের শিক্ষার্থী
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০১৭
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের ৩৬ দেশের কয়েকশ’ শিক্ষার্থী ইরানের রাজধানী তেহরানের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
তেহরান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক ভাইস চ্যান্সেলর আলী আরাব খেরাদমান্দ এ খবর জানিয়ে বলেছেন, ২০১১ সালে প্রথম বিদেশি শিক্ষার্থী ভর্তির পর থেকে এ পর্যন্ত ৬৬৪ বিদেশি ছাত্র-ছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।
তেহরান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অন্যান্যের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তিন শিক্ষার্থী পড়াশোনা করছেন বলে জানান খেরাদমান্দ। তিনি বলেন, ক্ষমতায় আসার পর নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে ইরানবিরোধী হুমকি দেয়ার পরও এই তিন শিক্ষার্থীর ওপর কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ করা হয়নি।
আগামী ফার্সি বছরে এই বিশ্ববিদ্যালয় চীন, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তান থেকে বেশি হারে শিক্ষার্থী গ্রহণ করবে বলে জানান ভাইস চ্যান্সেলর খেরাদমান্দ। আগামী ২১ মার্চ পরবর্তী ফার্সি বছর ১৩৯৬ শুরু হবে।
সূত্র: পার্সটুডে।