শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান প্রদেশের যাযাবরদের সত্তর ভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২০ 

news-image

ইরানের তেহরান প্রদেশে বসবাসরত যাযাবরদের সত্তর ভাগ তাদের জ্বালানি চাহিদা পূরণে সোলার প্যানেল ব্যবহার করে। তেহরান প্রদেশের যাযাবর বিষয়ক পরিচালক হাতেফ মোমায়েজি একথা জানান। এপর্যন্ত প্রদেশের ২ হাজার ২শ যাযাবর পরিবারকে সৌর প্যানেল দেয়া হয়েছে বলে জানান তিনি।

মোমায়েজি আরও জানান, ষষ্ঠ পঞ্চ-বার্ষিক উন্নয়ন পরিকল্পনার (২০২১) শেষ নাগাদ তেহরানের সব যাযাবর পরিবারে সৌর বিদ্যুৎ জেনারেটর ও স্বচ্ছ জ্বালানি সরবরাহ করা হবে।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্যমতে, তেহরান মেট্রোপলিসে মোট ১৪ হাজার ৩১৫জন যাযাবর বসবাস করে। সূত্র: তেহরান টাইমস।