তেহরানে সোলাইমানির স্মৃতিচারণ অনুষ্ঠান
পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২০
ইরানের রাজধানী তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুর্দস ফোর্সের প্রধান শহীদ লে. জেনারেল কাসেম সোলাইমানি ও তার সঙ্গীদের স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেইনী হুসাইনিয়াতে এই স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর উপস্থিতিতে আইআরজিসির কুর্দস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমইউ) এর ডেপুটি কমান্ডার মাহদি আল-মুহান্দিস এবং তাদের সঙ্গীদের স্মৃতিচারণ শুরু হয়। এসময় ইমাম খোমেইনী হুসাইনিয়াতে আরও উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, ইরানি কর্মকর্তা ও জনগণ।
গত শুক্রবার (ভোররাতে) ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার সন্ত্রাসী হামলায় ইরানের এই প্রভাবশালী শীর্ষ জেনারেল শাহাদাত বরণ করেন। ওয়াশিংটনের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের অঙ্গীকার করেছে তেহরান। সূত্র: মেহের নিউজ এজেন্সি।