তেহরানে ফলশিল্প মেলা
পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০১৭
ফলের সমাহার ও ফলকে নিয়ে নানা ধরনের শিল্পপণ্য তৈরি উদ্যোক্তারা ইরানের রাজধানী তেহরানে এক আন্তর্জাতিক মেলায় যোগ দিতে যাচ্ছেন। আগামী ২২ থেকে ২৫ আগস্ট এ মেলা অনুষ্ঠিত হবে তেহরানে অলিম্পিক হোটেলে।
এ আন্তর্জাতিক মেলায় ইরানি উদ্যোক্তা ছাড়াও যোগ দিচ্ছেন জার্মানি, কাতার, নেদারল্যান্ড, রাশিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের উদ্যোক্তারা। ৪টি কর্মশালা অনুষ্ঠিত হবে মেলায়।
ফল উৎপাদক থেকে শুরু করে এ শিল্পে ব্যাংক, ফিনান্স ও ইন্সুরেন্স, প্যাকেজিং, সম্পূরক শিল্পের সংশ্লিষ্টরা এ মেলায় অংশ নিচ্ছেন। কিভাবে পচনশীল ফলকে রক্ষা করে জুস থেকে শুরু করে ফলজাত খাবার তৈরি করে এ শিল্প উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ করা যায়, ফল পরিবহনের বিশেষ কৌশল, ফল উৎপাদনের শৃঙ্খল গঠন ও মূল্য ধরে রাখার বিশেষ উপায় গুলো নিয়ে বিশেষজ্ঞরা এ মেলায় আলোচনা করবেন। ফিনান্সিয়াল ট্রিবিউন