তেহরানে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৪, ২০২৬
খবর সংস্থা তাসনিম-এর প্রতিবেদনে, গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:
জনগণের কার্যকর সহযোগিতা এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে, তেহরানে গত কয়েক দিনের দাঙ্গা ও অস্থিরতা পরিচালনাকারী মূল চক্রের আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
এই তথাকথিত ধ্বংসাত্মক লিডাররা তেহরানের সাতটি এলাকায়—
(একবাতান আবাসিক এলাকা, ফেরদৌস ও শহীদ লাশকারি সড়ক, সাদেঘিয়েহ প্রথম ও দ্বিতীয় চত্বর, বিজয় সড়কের কোকাকোলা চৌরাস্তা এবং আবুজার মহল্লা)—
জনসাধারণের স্থান, ধর্মীয় স্থাপনা এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
সাদেঘিয়েহ প্রথম চত্বরে অবস্থিত ইমাম সাদেক মসজিদ ও আবুজার জামে মসজিদে অগ্নিসংযোগ, অঞ্চল ১৩-এর দুইজন বাসিজ সদস্যকে শহীদ করা এবং শহীদ লাশকারি মহাসড়ক অবরোধ করা— এসব ছিল এই নাশকতা ও সন্ত্রাসের লিডারদের কর্মকাণ্ডের অংশ।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি