তেহরানে নগর-বান্ধব স্কুল প্রকল্প চালু
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২০
ইরানের রাজধানী তেহরানে চালু করা হলো শহর-বান্ধব স্কুল প্রকল্প। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত সুরক্ষা ও নগর উন্নয়ন ইস্যুর বিকাশ ঘটাতে এই প্রকল্প চালু করা হয়েছে। বুধবার ইরানি বার্তা সংস্থা আইএসএনএ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
তেহরান পৌরসভার নাগরিকত্ব শিক্ষার মহাপরিচালক মোজতাবা দানেশভার বলেছেন, প্রকল্পের আওতায় ৫৫০টির অধিক স্কুল রয়েছে যেখানে ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে।
তিনি ব্যাখ্যা করে বলেন, প্রকল্পের লক্ষ্য ছাত্রছাত্রীদের নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে অবহিত করা এবং পরিবেশ, বর্জ্য, পরিবহন ও ট্রাফিক, নিরাপত্তা ও সুরক্ষা এবং সংকট ব্যবস্থাপনা সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়া।
প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে থাকবে কর্মশালা, ভূমিকা কিভাবে রাখতে হয় তা শেখানো, সাংস্কৃতিক ও শিক্ষা শিবির পরিচালনা, বই, পুস্তিকা ও পোস্টারের মতো শিক্ষাগত বিষয়বস্তু উৎপাদন করা ইত্যাদি।
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) ২০১৬ সালের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদন মতে, তেহরানে মাথাপিছু দৈনিক আনুমানিক ৭৫০ থেকে ৮০০ গ্রাম বর্জ্য উৎপাদন হয়। সে হিসাবে তেহরানের প্রতিটি নাগরিক বছরে ২৭০ থেকে ৪৫০ কেজি বর্জ্য উৎপাদন করে। বর্জ্যের পাশাপাশি গুরুতর বায়ু দূষণের মোকাবেলা করছে তেহরান। সূত্র: তেহরান টাইমস।