তেহরানে ‘অলিভার টুইস্ট’র সঙ্গীত প্রদর্শনী
পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০২৫
-
তেহরানে “অলিভার টুইস্ট” এর সঙ্গীত প্রদর্শনী
পার্সটুডে – তেহরান বিপ্লবী ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে সঙ্গীতধর্মী ‘অলিভার টুইস্ট’ মঞ্চস্থ করা হয়েছিল।
অলিভার টুইস্ট হল বিখ্যাত ইংরেজ লেখক ‘চার্লস ডিকেন্স’ এর দ্বিতীয় বিখ্যাত উপন্যাসের নাম যা ১৮৩৭ থেকে ১৮৩৯ সালের মধ্যে একটি ইংরেজি মাসিক ম্যাগাজিনে পাদটীকা হিসেবে প্রকাশিত হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান বিপ্লবী ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে “হোসেইন পারসাই” পরিচালিত সঙ্গীতধর্মী “অলিভার টুইস্ট” মঞ্চস্থ করা হয়েছিল। পার্সটুডের এই প্রবন্ধে, নাটকটির একটি দৃশ্যমান রূপ নেওয়া হয়েছে।














পার্সটুডে