তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দলের ইরানের গালিচা জাদুঘর পরিদর্শন
পোস্ট হয়েছে: জুন ২, ২০২১
তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর জুলিয়া মঈনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল ইরানের গালিচা জাদুঘর পরিদর্শন করেছেন। এই প্রতিনিধি দলের ইরানের গালিচা জাদুঘর পরিদর্শনের কিছু চিত্র নিচে দেয়া হলো।
উল্লেখ্য, সূক্ষ্ম নকশা এবং ভাল মানের কারণে আন্তর্জাতিকভাবে ইরানি গালিচার ব্যাপক চাহিদা রয়েছে। আর ইরানি ঐতিহ্য ও শিল্প–সংস্কৃতির নিদর্শনের মধ্যে একটি হলো কার্পেট। ইরানি কার্পেটের ইতিহাস প্রায় ২৫০০ বছরের পুরোনো।
ইরানি জাতির কঠোর পরিশ্রম ও চেষ্টার ফসল হলো এ কার্পেট। ইরানি কার্পেট দু’ধরনের হয়। সাধারণত যে কার্পেটগুলো হাতে বোনা হয় সেগুলোর মূল্য মেশিনের তৈরি কার্পেটের তুলনায় বেশি।