তুরস্ক-ইরান ১০০ মিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি
পোস্ট হয়েছে: জুন ৫, ২০১৭
তুরস্ক ও ইরান জাহাজ নির্মাণ ও নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ১০০ মিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি সই করেছে। নির্মাণ প্রকল্প বাস্তবায়ন ও আরভান্দান শিপইয়ার্ডের সংস্কারে ইরানের সোশ্যাল সিকিউরিটি ইনভেস্টমেন্ট কোম্পানি ‘শাস্তা’ ও তুর্কি কোম্পানি এই চুক্তি সই করেছে।
এদিকে, ইরানি তৈরি প্রথম ক্যাটামারান ফেরি তুরস্কের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।হস্তান্তর অনুষ্ঠানে ‘শাস্তা’র ব্যবস্থাপনা পরিচালক রেজা নোরুজ-জাদেহ ও তুরস্কের ‘মুফ-ইনভেস্ট’ ইনভেস্টমেন্ট কোম্পানির ফিরাত ইলমাজ ও জাহাজ নির্মাণ কোম্পানি শেস মাকিনার ব্যবস্থাপনা পরিচালক জয়নাল ক্লিকলি উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এ প্রকল্পে তুরস্কের পক্ষ থেকে ১০০ মিলিয়ন ডলার অর্থায়ন করা হবে।