সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুরস্ক-ইন্দোনেশিয়ায় ন্যানো পণ্য উৎপাদন করবে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০২১ 

news-image

তুরস্ক ও ইন্দোনেশিয়ার সাথে যৌখভাবে ন্যানোপণ্য উৎপাদন করতে চায় ইরান। ন্যানোপণ্য উৎপাদন ও রপ্তানির যৌথ ইউনিট প্রতিষ্ঠার জন্য দেশ দুটি ইরানের টার্গেটে রয়েছে। ইরান ন্যানোপ্রযুক্তি উদ্ভাবন কেন্দ্রের (আইএনআইসি) মহাসচিব সাইদ সরকার এই তথ্য জানান।

মেহর নিউজ এজেন্সিকে আইএনআইসি মহাসচিব বলেন, ন্যানো পণ্য রপ্তানির জন্য ইরান একটি ভালো ভৌগোলিক অবস্থান  উপভোগ করে। ইরানের অত্যাধুনিক প্রযুক্তি পণ্য অন্যান্য দেশে রপ্তানি করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।

সাইদ সরকার রপ্তানি ক্ষেত্রে ইরানের ন্যানোপ্রযুক্তি উদ্ভাবন কেন্দ্রের অন্যতম কর্মসূচি সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, এসব কর্মসূচির মধ্যে একটি হচ্ছে যৌথ বিনিয়োগ অবকাঠামোতে অন্যান্য দেশে কিছু উৎপাদন ইউনিট প্রতিষ্ঠা করা।  এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে তুরস্ক ও ইন্দোনেশিয়া ইরানের টার্গেটে রয়েছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।