শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুরস্কে ইরানের তেলবহির্ভূত রপ্তানি বেড়েছে ৫৭ শতাংশ

পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০২২ 

news-image

চলতি বছরের প্রথম পাঁচ মাসে তুরস্কে ইরানের তেল বহির্ভূত পণ্য রপ্তানি বেড়েছে ৫৭ শতাংশ। তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউট (টার্কস্ট্যাট) প্রকাশিত তথ্যে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে।

ইরান উল্লিখিত পাঁচ মাসের মধ্যে প্রতিবেশী দেশটিতে ১ দশমিক ৫৩৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে। খবর ইরনার।

দুই দেশের মধ্যে বাণিজ্যের মোট মূল্যও উল্লিখিত সময়ের ব্যবধানে ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৭৪২ বিলিয়ন ডলারে। ২০২১ সালের একই সময়ে এই সংখ্যাটি ছিল ১ দশমিক ৯৭৫ বিলিয়ন ডলার। সূত্র: তেহরান টাইমস।