সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ইরানের ২টি স্বর্ণ পদক জয়

পোস্ট হয়েছে: জুন ২৮, ২০২২ 

news-image

দক্ষিণ কোরিয়ায় চলমান এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণ ও ১টি রৌপ্য সহ মোট ৩টি পদক জিতেছে ইরানি তায়কোয়ান্দো অনুশীলনকারীরা।এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে অনুর্ধ্ব-৭৩ কেজি ওজনশ্রেণির ফাইনাল ম্যাচে ইরানের অ্যাথলেট জাহরা পুর-ইসমায়েল স্বর্ণ পদক জিতেছেন। তিনি জর্ডান এবং দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনাল ম্যাচে জায়গা করে নেন। অতঃপর কাজাখ তায়কোয়ানদোকাকে ২-০ গোলে হারিয়ে স্বর্ণপদক ঘরে তোলেন।অন্যদিকে, আকরাম খোদাবন্দেহ তার সিরিয়ান এবং চীনা প্রতিপক্ষকে হারিয়ে ইরানের জন্য আরেকটি পদক অর্জন করেন। সূত্র: মেহর নিউজ।