সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তাইওয়ানের চলচ্চিত্র উৎসবে ইরানের ‘দ্য এজ’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২৩ 

news-image

ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রেজা গোলপুরের লেখা ও পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘দ্য এজ” তাইওয়ান আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে দেখানোর কথা রয়েছে। শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন কিয়ানা মনতাজেবি, মোহসেন জারাবাদিপুর, এহসান আমানি, সানাম সারমাদ, শাগায়েগ ফাত্তাহি এবং মাহদি মালেক গোলপুর।

আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে ‘দ্য এজ’ এর এটিই প্রথম প্রদর্শনী। এশিয়ার প্রথম দ্বিবার্ষিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসব তাইওয়ান ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভাল (টিআইসিএফএফ)  ৪ থেকে ১২ বছর বয়সী শিশুদের নিয়ে আয়োজন করা হয়। সূত্র: মেহর নিউজ