ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৭, ২০২৬
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। প্রতিবছর শীতের সময় রাজধানী ঢাকায়ও বায়ুদূষণ বাড়ে। আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে বেশিরভাগ সময় দূষণের মাত্রা বেশিই থাকছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। গত সোমবার শহরটির স্কোর ছিল ২৫৬। এ হিসাবে গতকালের তুলনায় দূষণের মাত্রা কিছুটা কমলেও বায়ুমানের দুটি স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
আর ২৯৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের এই স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে দেশটির আরেকটি শহর কলকাতায় দূষণের মাত্রা কিছুটা কম রয়েছে। তবে তালিকার সপ্তম অবস্থানে রয়েছে শহরটি।
এদিকে, তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা সেনেগালের শহর ডাকারের স্কোর ২৪৩, তৃতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর স্কোর ২২৯, চতুর্থ অবস্থানে থাকা ভিয়েতনামের হেনোয়ের স্কোর ২২১, ষষ্ঠ অবস্থানে থাকা রাশিয়ার ক্রাসনোইয়ারস্কের স্কোর ২০১। শহরগুলোর বায়ুমানের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’।
এছাড়া ১৬৩ স্কোর নিয়ে চীনের উাহানের অবস্থান অষ্টম, ১৬১ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনের অবস্থান নবম আর ১৫৮ স্কোর নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের অবস্থান দশম। শহরগুলোর বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সূত্র: যুগান্তর