বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ডেঙ্গু জ্বরের কিট তৈরিতে কাজ করছেন ইরানের গবেষকরা

পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০২৪ 

news-image

ডেঙ্গু জ্বর এবং মাঙ্কিপক্স শনাক্ত করার কিট তৈরিতে কাজ করছে ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি৷ ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির একটি প্রতিবেদন মতে, জ্ঞান-ভিত্তিক ফার্ম ‘ঝিওয়ান জিস্ট’  ২০১২ সালে আণবিক জীববিজ্ঞান কিটগুলি বিস্তৃত পরিসরে তৈরির উপর মনোযোগ দিয়ে তাদের কার্যক্রম শুরু করে। ফার্মটির সরবরাহ করা পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন উচ্চ-মানের সনাক্তকরণ কিট, এনজাইম, বাফার এবং তাদের পদ্ধতি গোটা বিশ্বের পরীক্ষাগার, ক্লিনিক, হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রগুলিতে আণবিক সমাধান দিতে সক্ষম হয়েছে।

ঝিওয়ান বায়োটেকনোলজি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমির আলী করিমি বলেছেন, তাদের জ্ঞান-ভিত্তিক কোম্পানি স্থানীয়ভাবে উন্নত জ্ঞান এবং উন্নত গবেষণা ও উন্নয়নের উপর নির্ভর করে গবেষণাগার এবং গবেষণা নিষ্কাশন এবং সনাক্তকরণের বিভিন্ন ক্ষেত্রে ৮০টিরও বেশি কিট তৈরি করেছে।

এছাড়াও, কোম্পানির গবেষণা ও উন্নয়ন বিভাগ বর্তমানে সেই ক্ষেত্রে দেশের চাহিদা মেটাতে ডেঙ্গু জ্বর এবং মাঙ্কিপক্সের সনাক্তকরণ কিট তৈরিতে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। সূত্র: মেহর নিউজ