সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

টোকিও উৎসবে লড়বে ইরানের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২২ 

news-image

আসন্ন ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরানি ছবি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’। ২০২৩ সালের অস্কারে আন্তর্জাতিক ফিচার পুরস্কারের জন্য চলচ্চিত্রটি জমা দিয়েছে ইরান।‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ইতালির ৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে ওরিজোন্তি পুরস্কার লাভ করেছে।টোকিও উৎসবের আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটি দেখানো হবে। জাপানের রাজধানীতে ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর এই আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হবে। ভেনিসে ছবিটি সেরা অভিনেতার পুরস্কারও জিতেছে।গত সপ্তাহের শুরুতে ইরান ৯৬তম একাডেমি পুরস্কারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশটির প্রতিনিধিত্ব করার জন্য হুমান সেয়েদি পরিচালিত ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বেছে নিয়েছে। সূত্র: তেহরান টাইমস।